Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ষোলঘর ইউনিয়নের সাংস্কৃতিক সংগঠনের তথ্য

ষোলঘর ইউনিয়নে একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন রয়েছেঃ-

 

যার সংক্ষিপ্ত বিবরণ নিজে দেওয়া হল:=-

 

প্রতিষ্ঠানের নামঃষোলঘর সাংস্কৃতিক একাডেমী

 

প্রতিষ্ঠা কালঃ ২৫ জানুয়ারী ২০০৭।

 

সংক্ষিপ্ত ইতিহাসঃষোলঘরের সংস্কৃতি, কৃষ্টি ইতিহাস নতুন প্রজন্মের নিকট তুলে ধরা এবং সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে ২০০৭ সালে ২৫ জানুয়ারী ‌‍‘ষোলঘর সাংস্কৃতিক একাডেমীর আত্নপ্রকাশ ঘটে।

  ষোলঘর সাংস্কৃতিক একাডেমী প্রতিষ্ঠাকালে একটি উদেষ্টা কমিটি গঠন করা হয়, যেখানে অত্র একাডেমীর শুভাকাঙ্খী এবং পথ নির্দেশকরা আন্তরিক ভাবে তাদের নাম অন্তর্ভূক্ত করে। ২০০৭ সালে অত্র একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব, শহিদুল ইসলাম(শ্যামল), সাধারণ সম্পাদক জনাব, রফিকুল ইসলাম (রফিক)এবং নাংগঠনিক সম্পাদক জনাব, এনামুল হক লিটু ষোলঘরের গুনীজনদের মতামতকে সর্বাধিক প্রাধান্য দিয়ে অত্র একাডেমীর প্রাতিষ্ঠানিক রূপ দেন।

 

অর্জনঃ২০১১ সালে ষোলঘর সাংস্কৃতিক একাডেমী মুন্সিগঞ্জ শিল্পকলা একাডেমী আয়োজিত নাট্যো উৱসবে অংশ্রগ্রহণ করে। এবং তাতে শ্রেষ্ঠ শিশু শিল্পীর পুরষ্কার পান অত্র একাডেমীর শিশু শিল্পী সোহান এবং দক্ষ সংগঠকের পুরস্কার পান অত্র একাডেমীর সভাপতি জনাব শহিদুল ইসলাম শ্যামল।২০১২ সালে বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত নাট্যো উৎসবে অংশ নিয়ে জেলা পর্যায়ে ২য় এবং বিভাগীয় পর্যায়ে ৫ম স্থান অধিকার করে।

 

কার্যক্রমঃষোলঘর সাংস্কৃতিক একাডেমী বিভিন্ন রাষ্ট্রীয় উৎসব যথাযোগ্য মর্যাদার সাথে উ৭যাপন করে থাকে।প্রতি বছর ভাষা দিবসে নাটক মঞ্চস্থ করে, তাছাড়া  ছে্যেলমেয়েদের সাংস্কৃতিক বিষয়ের উপর শিক্ষাদান, বর্ষা কালীন সাংস্কৃতিক প্রতিযোগীতা, বৃকষরোপণ,সমাজ সচেতনতামুলক কর্যক্রম,বাল্য বিবাহ প্রতিরোধ সহ নানা বিষয়ে ভূমিকা রেখে আসছে।