Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিশিষ্ট ব্যাক্তিত্ব

 

স্যার চন্দ্রমাধব ঘোষঃ

 

     প্রতিথযশা এই আইনবিদ ১৮৩৮ সালের ২৬ ফেব্রুয়ারি শ্রীনগর উপজেলার ষোলঘরের পশ্চিম ঘোষপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন ভারত বিখ্যাত রসায়নবিদ ড. অম্বরনাথ টট্টোপাধ্যায়। সর্ব ভারতীয় রাজনীতিবিদ ও সাহিত্যিক সরোজিনী নাইডু কংগ্রেসের প্রভাবশালী নেতা ও এক সময়ের প্রেসিডেন্ট ছিলেন তিনি বাগ্মী ও ইংরেজি ভাষার যশস্বী কবি ছিলেন। আর স্যার চন্দ্র মাধব ঘোষ ছিলেন ভারতীয় উপমহাদেশের প্রথম বাঙালী জজ। তার বাড়ীর বিলুপ্তপ্রায় ধ্বংসাবশেষ এখনও ষোলঘর গ্রামের জজবাড়ী নামক এলাকয় টিকে আছে। উল্লেখ্য তাঁর নামানুসারেই এলাকাটির নাম হয়ে যায় জজবাড়ী।